Heaps of 10 Rupees Coins

দশ টাকার কয়েনে একলাখি বাইক কিনলেন লটারি বিক্রেতা

রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের লটারি বিক্রেতা তাপসের দেওয়া দশ টাকার কয়েন গুনতে এক বেলা সময় লেগে গিয়েছিল মোটরবাইকের শো-রুমের কর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৪
Share:

গোনা হচ্ছে কয়েন (বাঁ দিকে), বাইক নিয়ে তাপস (ডান দিকে)। নিজস্ব চিত্র।

দশ টাকার কয়েন দিয়ে লাখ টাকার মোটরবাইক কিনলেন এক লটারি বিক্রেতা। দু’দিন আগে মল্লারপুরে একটি মোটরবাইকের শো-রুমে এক লক্ষ দুই হাজার টাকা দামের ওই বাইক কেনেন লটারি ব্যবসায়ী তাপস লেট। পুরো দামই তিনি মিটিয়েছেন দশ টাকার কয়েনে।

Advertisement

রামপুরহাট থানার চাকপাড়া গ্রামের লটারি বিক্রেতা তাপসের দেওয়া দশ টাকার কয়েন গুনতে এক বেলা সময় লেগে গিয়েছিল মোটরবাইকের শো-রুমের কর্মীদের। তাপস জানান, প্রত্যেক দিন লটারির দোকানে দশ টাকা ও পাঁচ টাকার কয়েন দিয়েই টিকিট কিনতেন ক্রেতারা। তাই সেই সব কয়েন প্রচুর জমা পড়তো। সেই দশ টাকার কয়েন দেখেই তাঁর মনে ইচ্ছে জাগে ওই কয়েন দিয়েই মোটরবাইক কেনার।

তাপস বলছেন, ‘‘বিভিন্ন কাজে যেতে সমস্যার জন্য মোটরবাইক খুব দরকার ছিল। অভাবের সংসারে টাকা জমানো হচ্ছিল না। বিভিন্ন সমস্যায় টাকা খরচ হয়ে যাচ্ছিল। তাই দশ টাকার কয়েন জমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম বছর খানেক আগে।’’ পুজোর আগে মোটরবাইক কেনার সিদ্ধান্ত নেন তিনি। শেষ পর্যন্ত দু’দিন আগে বাইক কিনে বাড়ি নিয়ে এসেছি।

Advertisement

মোটরবাইক শোরুমের মালিক প্রদীপ্ত মণ্ডল বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম এত টাকার কয়েন যদি ব্যাঙ্কে না নেয় তাহলে কী করব? কিন্তু উনি মাস তিনেক আগে ফোন করে তাঁর এই ইচ্ছের কথা জানিয়েছিলেন। তাঁর স্বপ্ন যাতে ভেঙে না তাই দশ টাকার কয়েনেই মোটরবাইকের দাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement