শনিবার কংগ্রেসে যোগ দেন আব্বাস হোসেন। পর দিনই তৃণমূলে ফিরলেন। —নিজস্ব চিত্র।
পুরভোটে প্রার্থী না হওয়ায় ক্ষোভে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বীরভূমের রামপুরহাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন আব্বাস হোসেন। হাতশিবিরে এক রাত কাটিয়ে রবিবার সকালেই ঘরে ফিরলেন ঘরের ছেলে।
দল প্রার্থী না করায় ক্ষোভে শনিবার রাতেই কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়ে দলবল নিয়ে হাতশিবিরে যোগ দিয়েছিলেন আব্বাস। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ। কংগ্রেসে যোগ দিয়ে পুরনো দলের প্রতি ক্ষোভ উগরে দেন আব্বাস। তাঁর বক্তব্য, করোনা পর্বে তিনি তৃণমূলে থাকাকালীন দলমত নির্বিশেষে সকলের জন্য করোনার টিকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। এই পদক্ষেপের পর তৃণমূল নেতৃত্বের একাংশ তাঁর উপর রুষ্ট হয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন আব্বাস। তাঁর বক্তব্য, রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁকে বছর দেড়েক আগে পুরভোটে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আব্বাসের দাবি, রামপুরহাটে তৃণমূলের ভিত শক্ত করার জন্য প্রাণপাত করে পরিশ্রম করেছিলেন তিনি।
কিন্তু রাত পোহাতেই উল্টো ছবি দেখা গেল। যে আশিসকে কাঠগড়ায় তুলে তোপ দেগেছিলেন শনিবার, রবিবার তাঁর বাড়িতে দাঁড়িয়েই তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেন আব্বাস। রাতারাতি সুর নরমও হয়েছে আব্বাসের। তাঁর কথায়, ‘‘আমি আবেগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলাম। তার পর থেকে আমার ছেলে কাঁদতে কাঁদতে আমাকে বলছে, ‘আশিসকাকুকে তুমি ছাড়লে হবে না।’ কারণ ওঁর সঙ্গে আমাদের আলাদা সম্পর্ক। এই মানুষকে আমি ছাড়তে পারব না। রামপুরহাট শহরে আমাকে যে কাজ দেওয়া হবে তা আমি পালন করব। রাগ-অভিমান ছিল। চলার পথে মানুষের ভুল হয়। তাই সংশোধনের রাস্তায় হেঁটেছি। এখন আমার কোনও ক্ষোভ নেই। আমি নির্বাচনে অংশগ্রহণ করব না।’’
আব্বাসের পাশে দাঁড়িয়ে আশিসের বক্তব্য, ‘‘দলকে ভালবেসে ও ফিরে এসেছে। আমাদের প্রতি আস্থা আছে। আবেগের বশে ভুল করে ফেলেছেন। সে কথা উনি নিজেই স্বীকার করেছেন। তা সংশোধন করেছেন। উনি নির্বাচন কমিটির সদস্যই থাকবেন।’’
রামপুরহাট পুরসভার তিনবারের নির্বাচিত সদস্য তথা প্রাক্তন ভাইস চেয়ারপার্সন আব্বাসের ঘর ওয়াপসি নিয়ে কেউ কেউ প্রবাদ স্মরণ করেছেন, ‘‘সুবহ কা ভুলা আগর শাম কো ঘর আয়ে তো উসে ভুলা নেহি কহতে।’’ অর্থাৎ, দিনের বেলা কেউ বিস্মৃত হলেও যদি সন্ধ্যায় ঘরে ফিরে আসে তা হলে তা ভুল হিসাবে গণ্য করা হয় না।