fake note

Fake Currency: মেলায় খেলনা কিনতে গিয়ে পর্দাফাঁস! ফোটোকপির দোকানে জাল নোট তৈরি হত শুনে অবাক সকলে

মেলায় ৫০০ টাকার জাল নোট দিয়ে খেলনা কেনার চেষ্টা করেন গুরুপদ আচার্য নামে এক ব্যক্তি। স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৭:৩২
Share:

ফোটোকপির দোকানে জাল নোটের কারখানা। নিজস্ব চিত্র

জাল নোট তৈরির কারখানার হদিস মিলল বাঁকুড়ার বিষ্ণুপুরে। বিষ্ণুপুর শহর লাগোয়া সত্যজিৎ সরণি এলাকার একটি ফোটোকপির দোকানের আড়ালে ওই জাল নোট তৈরি হত বলে জানতে পেরেছে পুলিশ। ওই দোকান থেকে পুলিশ দেড় লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার করেছে। ওই কাণ্ডে জাল নোট চক্রের মূল পাণ্ডাকেও গ্রেফতার করেছে জয়পুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাঁকুড়ার জয়পুর থানার গোপালনগর গ্রামে একটি মেলায় দোকান থেকে ৫০০ টাকার একটি নোট দিয়ে খেলনা কেনার চেষ্টা করেন গুরুপদ আচার্য (৫৯) নামে এক ব্যক্তি। স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে জয়পুর থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশের জেরায় ভেঙে পড়েন গুরুপদ। এর পর পুলিশ বুধবার রাতেই গুরুপদর বাড়ি এবং বাড়ি লাগোয়া ফোটোকপির দোকানে হানা দেয়। সেখান থেকে একটি প্রিন্টার, একটি সিপিইউ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই দোকানটি থেকে মোট এক লক্ষ ৬৫ হাজার ৫৬০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এর পর পুলিশ গুরুপদকে গ্রেফতার করে। তিনি আপাতত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।

গুরুপদর স্ত্রী দীপালি আচার্য বলেন, ‘‘ও যে জাল নোট তৈরি করত, এ সব ব্যাপার আমরা কিছুই জানতাম না। গতকাল ও মেলায় গিয়েছিল। এর পর রাত দেড়টা নাগাদ পুলিশ বাড়িতে আসে। দোকান থেকে কম্পিউটার এবং কিছু নোট নিয়ে যায়। এর বেশি আমরা কিছুই জানি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement