Death

লম্ফের আগুনে পুড়ে পুরুলিয়ায় মৃত্যু ষাট বছরের বৃদ্ধার

মঙ্গলবার পুরুলিয়ার কেন্দা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২৩:৩৩
Share:

বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতীকী ছবি।

বাড়ির পাশের ঝুপড়িতে পান বিক্রি করতে গিয়ে অসাবধানতাবশত লম্ফের আগুনে পুড়ে মৃত্যু হল বছর ষাটের এক বৃদ্ধার। মঙ্গলবার পুরুলিয়ার কেন্দা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

মৃতার বাড়ি কেন্দা থানা এলাকার ধবনী গ্রামে। ওই বৃদ্ধার ভাইপো পরাণচন্দ্র মাহাতো বলেন, ‘‘কাকিমার বাড়ির পাশে একটি ছোট পানের দোকান ছিল। ক্রেতাদের জিনিস দেওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যায় অসাবধানতাবশত আগুনে পুড়ে গুরুতর জখম হন উনি। আমরা তাঁকে উদ্ধার করে প্রথমে চাকলতোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে পুরুলিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। এবং দুর্ভাগ্যের বিষয় ওঁর দোকানটিও সম্পূর্ণ পুড়ে গেছে।’’

বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement