নিজস্ব চিত্র।
সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ও ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মসূচিতে গোলমালের অভিযোগ ৮ জন গ্রেফতার হল বীরভূমে। তাঁদের মধ্যে অন্তত ২ সিপিএমের সক্রিয় কর্মী। বুধবার তাঁদের সিউড়ি আদালতে হাজির করানো হয়। বিচারক ধৃতদের ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সিউড়িতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ডিওয়াইএফআই ও এসএফআই। বিভিন্ন দাবিকে সামনে রেখে সিউড়িতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখায় তারা। দুই সংগঠনের ডাকে ওই বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি হয় জেলাশাসকের দফতরের সামনে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের ব্যারিকে়ড ভাঙারও অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, তাদের দুই কর্মী আহত হয়েছেন। সেই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের জেল হেফাজতের পাশাপাশি পুলিশকে ৪ এপ্রিল আদালতে কেস ডায়েরি জমা দিতে বলা হয়েছে। সরকারি আইনজীবী মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন, ‘‘ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। তাঁদের ১১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে ৪ এপ্রিল কেস ডায়েরি দেখতে চেয়েছেন বিচারক।’’