pistol

তিনটি পিস্তল-সহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার মহম্মদবাজারে, গ্রেফতার ১

বীরভূম জেলার মহম্মদবাজার থানার অন্তর্গত মালগাঙ গ্রামে অভিযান চালিয়েছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৫:৫১
Share:

উদ্ধার হওয়া পিস্তল। নিজস্ব চিত্র।

গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার মহম্মদবাজার থানার অন্তর্গত মালগাঙ গ্রামে অভিযান চালিয়েছিল পুলিশ। বুধবার মধ্যরাতের ওই অভিযানে ৩টি পিস্তল-সহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই ঘটনায় উজ্জ্বল বাগদি নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে,ধৃতের কাছ থেকে আধুনিক নাইন এমএম ২টি পিস্তল-সহ ৬টি গুলি এবং একটি সেভেন এমএম পিস্তল-সহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এই অস্ত্র উদ্ধার নিয়ে চিন্তিত পুলিশ। আগামী দিনে জেলা জুড়ে এ রকম অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের এক অফিসার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement