Birbhum blast

বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে দুই, গ্রেফতার মূল অভিযুক্তের ভাই ও ছেলে

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই সফিক পলাতক। ওই বাড়িতে মরিলালও থাকতেন। তাই তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৭:৪০
Share:

বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার দু’জন। ফাইল চিত্র।

বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হলেন দু’জন। যাঁর বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ হয়েছে, স্থানীয় তৃণমূলকর্মী বলে পরিচিত সেই শেখ সফিকের ভাই ও ছেলেকে গ্রেফতার করেছে দুবরাজপুরের পুলিশ। ধৃতদের নাম শেখ মরিলাল এবং শেখ শাহরুখ। মরিলাল সম্পর্কে সফিকের ভাই এবং শাহরুখ সম্পর্কে সফিকের ছেলে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই সফিক পলাতক। ওই বাড়িতে মরিলালও থাকতেন। তাই তাঁকেও গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি ও সংলগ্ন এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখবে সিআইডি এবং বম্ব স্কোয়াডের আসার কথা। সোমবারও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।

এগরা, বজবজের পরেই দুবরাজপুর বিস্ফোরণের আলোড়ন ফেলেছে। তবে এই বিস্ফোরণ বেআইনি বাজি কারখানা থেকে নয়। সোমবার ভরদুপুরে দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের পিছনে মজুত থাকা বোমার দিকেই অভিযোগের আঙুল উঠেছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে সফিকের সিঁড়িঘরের একাংশ। গত মাসে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ ঘটে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের দাবি, বোমা-বারুদের গড় হয়ে উঠেছে বীরভূম। তবে বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। তিনি বলেন, ‘‘তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই। যাঁর বাড়িতে বোমা ফেটেছে, তদন্ত সাপেক্ষে পুলিশ তাঁকে ধরুক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement