Aditya Singh Rajput

মাত্রাতিরিক্ত মাদকসেবন, মাত্র ৩২-এ প্রয়াত জনপ্রিয় অভিনেতা আদিত্য

২২ মে সন্ধ্যায় অন্ধেরির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃতদেহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৩ ১৮:১২
Share:

অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের রহস্যমৃত্যু। ছবি: সংগৃহীত।

মডেল, অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃতদেহ উদ্ধার। ২২ মে সন্ধ্যায় অভিনেতার অন্ধেরির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মরদেহ। অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

সূত্রের খবর, মাত্রাতিরিক্ত মাদকসেবনের কারণেই নাকি মৃত্যু হয়েছে অভিনেতার। মুম্বইয়ের একটি অভিজাত আবাসনের ১১ তলায় থাকতেন আদিত্য। সেখানেই বাথরুমে অচৈতন্য অবস্থায় মেলে তাঁর দেহ। দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্যপরীক্ষা করতে আসেন মায়ানগরীতে। শতাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। এ ছাড়াও ‘স্প্লিটসভিলা ৯’-এর মতো রিয়্যালিটি শো-তেও অংশগ্রহণ করেন। ‘কোড রেড’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো টিভি প্রোজেক্টের সঙ্গেও যুক্ত ছিলেন। এ ছাড়াও ‘ম্যায়নে গান্ধী কো নহিঁ মারা’-র মতো ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশপাশি নামজাদা প্রযোজনা সংস্থার কাস্টিংয়ের কাজও করতেন আদিত্য। মুম্বইয়ের গ্ল্যামার জগতে নিয়মিত ওঠাবসা ছিল তাঁর। মাত্র ৩২ বছরেই থমকে গেল আদিত্যের পথ চলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement