নিজস্ব চিত্র।
ট্যাব কেনার জন্য বরাদ্দ ১০ হাজার টাকা না পেয়ে প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখালেন ছাত্ররা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির চন্দ্রগতি হাইস্কুলে। রাজ্য সরকারের ঘোষণা করেছিল পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে। সেই টাকা না পাওয়ার অভিযোগ তুলে ১১ জন ছাত্র বিক্ষোভ দেখালেন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার প্রধান শিক্ষক স্কুল থেকে বেরোতে চাইলে তাঁকে আটকে দেওয়া হয়। কেন ট্যাবের টাকা দেওয়া হয়নি তা নিয়ে শিক্ষকের কাছে জানতে চান ওই ১১ জন ছাত্র। তার পরই ওই শিক্ষককে আটকে রাখা হয় বলে অভিযোগ।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, “১২৬ জন ছাত্রের নাম পাঠানো হয়েছে। টাকা পায়নি কয়েক জন। কী কারণে তারা টাকা পেল না সেটা নিয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইব।” তবে পড়ুয়াদের অভিযোগ, প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে তাদের ১১ জনের নাম পাঠাননি।