Covid 19

Purbasthali School: করোনা-আক্রান্ত শিক্ষিকা, বন্ধ পূর্বস্থলীর আরও একটি স্কুল, আতঙ্কে পড়ুয়া-অভিভাবকেরা

স্থানীয় বিধায়ক বলেন, ‘‘নীলমণি স্কুলের শিক্ষক করোনা আক্রান্ত শিক্ষিকার স্বামী। মনে করা হচ্ছে, স্বামীর থেকেই সংক্রমিত হয়েছেন ওই শিক্ষিকা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ২১:৩৪
Share:

শিক্ষক করোনা আক্রান্ত, বন্ধ স্কুল। নিজস্ব চিত্র।

ফের করোনার প্রকোপে বন্ধ হল স্কুল। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নীলমণি উচ্চবিদ্যালয়ের পর এ বার সেখানকারই সাবিত্রী বালিকা বিদ্যালয়। এক শিক্ষিকা করোনা আক্রান্ত হওয়ায় শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হল স্কুল। ঘটনায় প়ড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

স্কুল পরিচালন কমিটির সভাপতি আশিসকুমার দে বলেন, ‘‘এক জন শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন, তাই স্কুল আপাতত বন্ধ রাখা রয়েছে। স্কুলের ক্লাসরুম স্যানিটাইজ করা হয়েছে।’’ পূর্বস্থলীর ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত সরকার জানান, ওই শিক্ষিকা বৃহস্পতিবার কোভিড টেস্ট করিয়েছিলেন। শুক্রবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে নিভৃতবাসে রেখে চিকিৎসা করা হচ্ছে। স্কুলে আরও কয়েক জন শিক্ষিকা এ দিন কোভিড টেস্ট করিয়েছেন। তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ। এই ঘটনার পর আতঙ্কিত স্কুলের ছাত্রী থেকে অভিভাবকরা।

Advertisement

স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ‘‘নীলমণি স্কুলের শিক্ষক আক্রান্ত শিক্ষিকার স্বামী। মনে করা হচ্ছে, স্বামীর থেকেই সম্ভবত সংক্রমিত হয়েছেন ওই শিক্ষিকা। আপাতত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement