—ফাইল চিত্র।
সিপিএমের ঝাড়গ্রাম জেলা কমিটির নতুন সম্পাদক নির্বাচিত হলেন পুলিনবিহারী বাস্কে। শুক্রবার ঝাড়গ্রামের মানিকপাড়ায় দু’দিনের জেলা সম্মেলন শেষে জেলা সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন পুলিনবাবু। বিদায়ী জেলা সম্পাদক ডহরেশ্বর সেনই এ দিন পুলিনবাবুর নাম প্রস্তাব করেন। ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ পুলিনবাবু অবশ্য ঝাড়গ্রাম জেলার বাসিন্দা নন। তবে দলীয় সূত্রে খবর, জঙ্গলমহলে আদিবাসী-মূলবাসী ভাবাবেগের কথা মাথায় রেখে রাজ্য নেতৃত্বের ইচ্ছায় পুলিনবাবুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চেরও রাজ্য সম্পাদক।
ঝাড়গ্রাম জেলা গঠনের পরে এই প্রথম এখানে জেলা সম্মেলন হল সিপিএমের। সম্মেলন শেষে শুক্রবার মানিকপাড়ার নেতাজি ক্লাব মাঠে প্রকাশ্য জনসভায় মুখ্য বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। জনসভায় তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে গোপন বোঝাপড়ার অভিযোগ তুলে সূর্যবাবু বলেন, পঞ্চায়েত স্তর থেকে নবান্ন পর্যন্ত তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে না পারলে এ রাজ্যে বিজেপিকে রোখা যাবে না। রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে সূর্যবাবুকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূলের পায়ের তলায় মাটি সরছে। মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই। ভোট হবে কি না নিশ্চয়তা নেই।’’ সূর্যবাবু জানান, জাতীয় স্তরে বিজেপি বিরোধী ভোট একজোট করতে হবে। তবে রাজ্য তাঁদের লড়াইটা তৃণমূল-বিজেপির বিরুদ্ধে।