PSU

প্রতিবাদেই শারদ সংখ্যা

মৌলালি মোড়ে রাস্তাতেই শুক্রবার ওই শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ০৯:০০
Share:

পিএসইউ -এর মুখপত্রের পুজো সংখ্যা প্রকাশ প্রতিবাদের মধ্যেই। মৌলালির রাস্তায়। —নিজস্ব চিত্র।

আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ-র মুখপত্র ‘ছাত্র’ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ কর্মসূচি থেকে আর জি কর-কাণ্ডের ন্যায়-বিচারের আওয়াজ উঠল। মৌলালি মোড়ে রাস্তাতেই শুক্রবার ওই শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা। ছিলেন পত্রিকার সম্পাদক কৌশিক ভৌমিক, লেখক, পাঠক ও ছাত্র-ছাত্রীরা। বক্তৃতা, গান, কবিতা, পথনাটিকা পরিবেশন এবং স্লোগান দিয়ে সাংস্কৃতিক প্রতিবাদ জানান সংগঠনের নেতা-কর্মীরা। সেখান থেকেই ফের আর জি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাস্থ্য-দুর্নীতির অভিযোগের দায়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান পিএসইউ নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement