PSC

PSC: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৩,০০০ মহিলা কর্মী নিয়োগ, শীঘ্রই লিখিত পরীক্ষার ফলাফল, জানাল পিএসসি

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৯ সালে। তবে সেই পরীক্ষার ফলাফল এখনও পর্যন্ত অপ্রকাশিত ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২২ ০০:৪৭
Share:

ফাইল চিত্র।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৩,০০০ শূন্যপদে শীঘ্রই মহিলা কর্মী নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ওই পদগুলির জন্য ২০১৯ সালেই লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। তার ফলাফল দ্রুত ঘোষণা করা হবে বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। জুলাই মাসের শেষ দিকে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউও নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য মহিলা সুপারভাইজার পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৯ সালে। তবে সেই পরীক্ষার ফলাফল এখনও পর্যন্ত অপ্রকাশিত ছিল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ’১৯-এর ওই লিখিত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশিত হবে। পাশাপাশি, ইতিমধ্যেই অনলাইনে নথিভুক্ত করা প্রার্থীদের যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে আগামী ১ জুলাই থেকে। তথ্য যাচাইয়ের পর ২৫ জুলাই থেকে এই পদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement