PSC

PSC: পিএসসি-র কাছে দাবি

করোনা পরিস্থিতির কারণে বহু পরীক্ষা পরিচালনায় বিলম্ব হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ০৪:৩৯
Share:

নিয়োগের পরীক্ষার দ্রুত ফল প্রকাশের দাবি নিয়ে পিএসসি-র সামনে ‘দুর্নীতি মক্ত মোর্চা’। —নিজস্ব চিত্র।

সরকারের বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষার মেধাতালিকা দ্রুত প্রকাশ করার দাবি নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দ্বারস্থ হল ‘পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ’। তাদের দাবি, মেধাতালিকায় চাকরিপ্রার্থীদের রোল নম্বরের সঙ্গে নাম উল্লেখ করতে হবে। করোনা পরিস্থিতির কারণে বহু পরীক্ষা পরিচালনায় বিলম্ব হয়েছে। তাই চাকরিপ্রার্থীদের আবেদনের বয়সসীমায় দু’বছর ছাড় দেওয়া এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে পরীক্ষার সেন্টারের ব্যবস্থা করার দাবি করেছে মঞ্চ। পিএসসি-র চেয়ারম্যান দাবির কথা শুনলেও ‘আশানুরূপ’ কোনও আশ্বাস দেননি বলে মঞ্চের নেতা ইন্দ্রজিৎ ঘোষের দাবি। তাঁদের হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ না হলে পরবর্তী কালে তাঁরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement