যোগীর বিরুদ্ধে বিক্ষোভ শহরে

সোমবার যোগী আদিত্যনাথের ইস্তফার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ০১:১২
Share:

লিবারেশনের বিক্ষোভে যোগী আদিত্যনাথের কুশপুতুলের আগুন নিভিয়ে দিচ্ছে পুলিশ(বাঁ দিকে)। যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল(ডান দিকে)।—নিজস্ব চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে আন্দোলনকারীদের উপরে উত্তরপ্রদেশের পুলিশের ‘নৃশংসতা’র প্রতিবাদে বিক্ষোভ-মিছিল হল কলকাতায়। নাগরিকত্ব আইন এবং উত্তরপ্রদেশে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে পুলিশি হেনস্থার প্রতিবাদে রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু করে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে বিজেপির রাজ্য দফতরের অদূরে মিছিল শেষ করে যুব কংগ্রেস। ওই কর্মসূচিতে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান, শেখ হবিবুর রহমান, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদেরা। প্রিয়ঙ্কা-কাণ্ডের প্রতিবাদে ফেয়ারলি প্লেসে উত্তরপ্রদেশ ভবনের সামনে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের সমর্থকেরা। ওই একই জায়গায় আজ, সোমবার যোগী আদিত্যনাথের ইস্তফার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন। তার আগে এ দিন বাসুদেব বসু, অতনু চক্রবর্তী-সহ লিবারেশন নেতারা বাঘাযতীন থেকে ঢাকুরিয়া পর্যন্ত মিছিল করে যোগীর কুশপুতুল পোড়াতে গেলে পুলিশ প্রথমে আগুন নেভানোর চেষ্টা ও পরে কুশপুতুল কেড়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। বঙ্গ পুলিশ-প্রশাসনের এমন আচরণের কড়া নিন্দা করেছেন লিবারেশ নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement