বিসিএসের উত্তরপত্র প্রকাশ পিএসসি-র

পিএসসি ২০১৯ সালের ডব্লিউবিসিএস-এর উত্তরপত্র প্রকাশ করার পরে বুধবার আন্দোলনকারীদের দাবি, পুলিশি ‘অত্যাচারে’র মুখেও লড়াই চালিয়ে গিয়ে কর্তৃপক্ষকে দাবি মানতে বাধ্য করা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ০৪:১৯
Share:

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

চলতি বছরের ডব্লিউবিসিএস মেন পরীক্ষার উত্তরপত্র (অ্যান্সার কি) প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। স্বচ্ছতার স্বার্থে পিএসসি পরিচালিত সব পরীক্ষারই উত্তরপত্র প্রকাশের দাবিতে আন্দোলন করছিল ‘পিএসসি দুর্নীতি বিরোধী মঞ্চ’। আন্দোলনে ছিল ডিওয়াইএফআই-ও। সাম্প্রতিক কালে ডব্লিউবিসিএসের কয়েকটি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পরে ওই আন্দোলন শুরু হয়। পিএসসি ২০১৯ সালের ডব্লিউবিসিএস-এর উত্তরপত্র প্রকাশ করার পরে বুধবার আন্দোলনকারীদের দাবি, পুলিশি ‘অত্যাচারে’র মুখেও লড়াই চালিয়ে গিয়ে কর্তৃপক্ষকে দাবি মানতে বাধ্য করা গিয়েছে। আরও আন্দোলন জারি থাকবে বলেও জানিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement