হিংসা এড়িয়ে যৌথ লড়াই হোক, আর্জি প্রতিবাদীদের

হিংসাত্মক আন্দোলন করে আদতে এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন-বিরোধী আন্দোলনকে দুর্বলই করা হচ্ছে বলে মনে করেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৬
Share:

সম্প্রীতির বার্তা: একসঙ্গে মিছিলে হাঁটলেন ইমাম, পুরোহিত এবং ফাদার। রবিবার মালদহের মোথাবাড়িতে। ছবি: জয়ন্ত সেন

মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আশঙ্কা দেখা দিলে তাঁদের পক্ষে শান্ত থাকা মুশকিল। তবু এই মুহূর্তে হিংসার পথে না-হাঁটাই উচিত বলে মনে করছেন সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে সরব বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা।

Advertisement

রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কী করণীয়, রবিবার বিকেলে তা নিয়ে বৈঠক করেন ফুরফুরা শরিফ আহালে সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, এবিএস এডুকেশন কাউন্সিল, বাংলা সংস্কৃতি মঞ্চ, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ, নো এনআরসি মুভমেন্ট, গণসংস্কৃতি পরিষদ, আইসা-সহ বিভিন্ন সংগঠনের নেতারা।

ফুরফুরা শরিফ আহালে সুন্নাতুল জামাতের সম্পাদক পীরজাদা আব্বাস সিদ্দিকী, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন, এবিএস এডুকেশন কাউন্সিলের সম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দিকীর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সম্ভাবনা দেখা দিলে তার পক্ষে শান্ত থাকা খুবই মুশকিল। তবু এই মুহূর্তে হিংসার পথে না-যাওয়াই শ্রেয়। এই মুহূর্তে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া পথ নেই। কারণ, হিংসার প্রতিটি ঘটনাকে সাম্প্রদায়িক শক্তিগুলি তাদের পক্ষে ব্যবহার করবে। তাতে আন্দোলনের ক্ষতি ছাড়া লাভ নেই। একই সঙ্গে ওই বিবৃতিতে ওই সব সংগঠনের নেতারা বলেছেন, ‘‘সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমাদের দিক থেকে আবেদন, একই রকম যৌথ ভাবে লড়াইয়ে থাকুন। অকারণ হিংসার পথে পা বাড়াবেন না। প্ররোচনায় পা দেবেন না। ধৈর্য হারাবেন না। এই ভয়ানক ব্যাপারে বাংলার সমস্ত মানুষই বিপদের সামনে। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন। বাংলার মানুষ একযোগে এই বিপর্যয় রুখে দেবেন।’’ নওসাদ সিদ্দিকী বলেন, ‘‘আমরা সব সময় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে।’’

Advertisement

আরও পড়ুন: প্রতিবাদের মিছিলে আজ মমতা, মোদীর কাছে বিজেপি

এ দিনের বৈঠকে থাকা ‘নো এনআরসি মুভমেন্ট’-এর কর্মসমিতির সদস্য কমল সুর বলেন, ‘‘মানুষের জীবন-জীবিকা নিয়ে যে-ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার দিকে কেন্দ্রীয় সরকার যদি ঠিকঠাক দৃষ্টি দেয়, তবে বিপরীতে যা ঘটছে, তা ঘটার কোনও কারণ নেই। আমার কাছে মনে হচ্ছে, রাজ্য সরকারও যথেষ্ট ভূমিকা পালন করছে না।’’

হিংসাত্মক আন্দোলন করে আদতে এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন-বিরোধী আন্দোলনকে দুর্বলই করা হচ্ছে বলে মনে করেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম। তিনি বলেন, ‘‘আমরা কখনওই হিংসা সমর্থন করি না।’’ আগামী বৃহস্পতিবার দুপুরে ধর্মতলায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি নিয়েছে এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চ। ওই দিন দেশের ১০০টি শহরে এই কর্মসূচিতে যোগ দেবেন ৬০টি সংগঠনের নেতা-সদস্যেরা। ধর্মতলায় কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। যুক্ত মঞ্চের আহ্বায়ক দেবর্ষি চক্রবর্তী জানান, পুলিশকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা কোনও অবস্থাতেই ওই কর্মসূচি থেকে সরছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement