protests

গৃহ সহায়িকাদের জন্য মিছিল

এ দিনে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সংগঠনের সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ-সহ অন্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ০৯:২৬
Share:

গৃহ সহায়িকা ইউনিয়নের মিছিল। — নিজস্ব চিত্র।

গৃহ সহায়িকাদের সপ্তাহে এক দিন সবেতন ছুটি, ঘণ্টা প্রতি ৭৫ টাকা মজুরি-সহ নানা দাবিতে মিছিল ও বিক্ষোভ করল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন। শ্রম-কমিশনার জাভেদ আখতারের কাছে দাবিপত্র দেওয়া হয়। সংগঠনের নেতৃত্ব ও গৃহ সহায়িকারা শিয়ালদহ থেকে মিছিল করেন। মৌলালি মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, শ্রম-কমিশনার জানিয়েছেন, দেশের অন্য রাজ্যের মতো এখানেও সবেতন ছুটির বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে। এ দিনে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সংগঠনের সম্পাদক শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ-সহ অন্যরা। তাঁরা জানান, সরকারের কাছে সংগঠন নথিভুক্ত করার জন্যও দাবি জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement