কৃষক আন্দোলনের সমর্থনে সংহতি ধর্না। নিজস্ব চিত্র।
কৃষকদের প্রতিবাদের প্রতি সংহতি জানিয়ে শহরে শুরু হয়েছে ধর্না-অবস্থান। কেন্দ্রীয় কৃষি আইন এবং সংশোধিত বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে চার দিনের ওই অবস্থান চালাচ্ছে সিটু এবং ডিওয়াইএফআই। কিড স্ট্রিটে বিধায়ক আবাস সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার শুরু হয়েছে ধর্না, চলবে রবিবার পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টে থেকে ভোর ৬টা পর্যন্ত ধর্নায় থাকছেন অবস্থানকারীরা। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কথায়, ‘‘কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকেরা যে ঐতিহাসিক আন্দোলন করছেন, তার পাশে দাঁড়িয়েছেন শহরের শ্রমিক ও যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা।’’