Elgar Parishad-Bhima Koregaon Case

‘ষড়যন্ত্রে’র বিরুদ্ধে প্রতিবাদের ডাক

ষড়যন্ত্র করে ভীমা কোরেগাঁও-এলগার পরিষদ মামলায় ‘ফাঁসিয়ে’ কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে আগামী ১০ সেপ্টেম্বর প্রতিবাদের ডাক দিল সিপিআই (এম-এল) লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০১:৪১
Share:

প্রতীকী ছবি।

কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এ এসে ভীমা কোরেগাঁও-এলগার পরিষদ মামলায় মুম্বইয়ে সাক্ষ্য দিতে হাজির হওয়ার জন্য অধ্যাপক পার্থসারথি রায়ের নামে সমন দিয়ে গিয়েছে এনআইএ। ষড়যন্ত্র করে মামলায় ‘ফাঁসিয়ে’ কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে আগামী ১০ সেপ্টেম্বর প্রতিবাদের ডাক দিল সিপিআই (এম-এল) লিবারেশন। তাদের অভিযোগ, দিল্লির দাঙ্গা বা নানা গণ-প্রহারের ঘটনায় অভিযুক্তেরা এখনও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সিএএ-এনআরসি’র প্রতিবাদ বা গণতন্ত্র রক্ষার আন্দোলনে যাঁরা শামিল হয়েছেন, সেই শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সব ধরনের প্রতিবাদীদের মামলায় ‘ফাঁসানো’ হচ্ছে। হায়দরাবাদের ইএফএল বিশ্ববিদ্যালয়ের দলিত অধ্যাপক সত্যনারায়ণকেও ভীমা কোরেগাঁও মামলায় মুম্বইয়ে হাজির হতে বলেছে এনআইএ। এই প্রবণতার বিরুদ্ধেই সর্বত্র প্রতিবাদের ডাক দিয়েছেন লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement