এনআরসি-বিক্ষোভ

এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর ঘটনার প্রতিবাদের পাশাপাশিই নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহারের দাবিও তুলেছে লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০০:৫৫
Share:

এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহারের দাবিও তুলেছে লিবারেশন। —ফাইল চিত্র।

দেশ জুড়ে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং ডিটেনশন ক্যাম্প চালু করার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল সিপিআই (এম-এল) লিবারেশন। গোটা দেশেই আজ, বুধবার প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দিয়েছে তারা। কলকাতার মৌলালি মোড়ে আজ বিক্ষোভ-সভায় থাকার কথা লিবারেশন রাজ্য নেতৃত্বের। এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর ঘটনার প্রতিবাদের পাশাপাশিই নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহারের দাবিও তুলেছে লিবারেশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement