কিউবা নিয়ে শহরে প্রতিবাদ বাম ছাত্র ও যুবদের। —নিজস্ব চিত্র।
ফিদেল কাস্ত্রোর কিউবায় মার্কিন 'খবরদারির' বিরুদ্ধে পথে নামল এসএফআই এবং ডিওয়াইএফআই। বেশ কিছু দিন ধরেই কিউবার সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন সে দেশের নাগরিকদের একাংশ। কিউবার সরকার এই প্রতিবাদের পেছনে মার্কিন চক্রান্তের গন্ধ পাচ্ছে।
হ্যোয়াইট হাউসের ইন্ধনেই কিউবার সমাজতান্ত্রিক সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে বিশ্ব জুড়ে সরব হয়েছে বামপন্থীরা। প্রতিবাদীদের পাল্টা সরকারের পক্ষেও রাজধানী হাভানা-সহ বেশ কিছু শহরে মিছিল করেছেন অসংখ্য মানুষ৷ সেই ধারা মেনেই আমেরিকার 'সাম্রাজ্যবাদী' আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার ধর্মতলা চত্ত্বরে বিক্ষোভ দেখিয়েছে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন।
বিক্ষোভকারীদের হাতে ছিল আমেরিকা-বিরোধী এবং কিউবার সমাজতান্ত্রিক সরকারের পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড।