AIMSS

MSS: ‘দুয়ারে মদ’ বন্ধের দাবি

কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে আবগারি দফতরে বিক্ষোভ দেখাতে গিয়েছিল তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২২ ০৮:০৫
Share:

‘দুয়ারে মদ’ প্রকল্প বন্ধের দাবিতে এসইউসি-র মহিলা সংগঠনের বিক্ষোভ।

রাজ্য সরকারের ‘দুয়ারে মদ’ প্রকল্প বন্ধ করার দাবিতে এবং নারী নির্যাতনের প্রতিবাদে ফের পথে নামল এসইউসি-র মহিলা সাংস্কৃতিক সংগঠন (এমএসএস)। বাড়িতে মদ পৌঁছে দেওয়ার সরকারি ব্যবস্থাপনা বন্ধ করার দাবি জানিয়ে এবং নারী নিগ্রহ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার গোটা রাজ্যেই বিক্ষোভের ডাক দিয়েছিল তারা। কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে আবগারি দফতরে বিক্ষোভ দেখাতে গিয়েছিল তারা। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। সংগঠনের কলকাতা জেলা সম্পাদক অনন্যা নাইয়া-সহ চার জনের প্রতিনিধিদল আবগারি দফতরের আধিকারিকের কাছে দাবিপত্র জমা দেন। ‘দুয়ারে মদ’ প্রকল্পের সরকারি নির্দেশিকার প্রতিলিপি পোড়ানো হয় বিক্ষোভে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement