CPIM

CPIM: মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ রাজভবনে

সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার কোনও রাজনৈতিক ইচ্ছাশক্তি রাজ্য সরকারের নেই বলেও অভিযোগ লিবারেশনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২২ ০৬:৩১
Share:

রাজভবনের সামনে সিপিআই ( এম - এল) লিবারেশনের বিক্ষোভ

পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাল, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল সিপিআই (এম-এল) লিবারেশন। তাদের দাবি, দিন কয়েক আগে পেট্রল ডিজ়েলের নাম কা ওয়াস্তে দাম কমিয়ে মোদী সরকারের পদক্ষেপ ‘নির্মম রসিকতা’ ছাড়া আর কিছুই নয়। গোটা দেশের মানুষ যখন মূল্যবৃদ্ধির ফাঁসে হাসফাঁস করছেন, ‘অসংবেদী’ মোদী সরকার তখনও নির্বিকার। সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার কোনও রাজনৈতিক ইচ্ছাশক্তি রাজ্য সরকারের নেই বলেও অভিযোগ লিবারেশনের। দুর্নীতির নানা অভিযোগ যে রাজ্যে উঠছে, তারও প্রতিবাদ করেছে তারা। লিবারেশনের কলকাতা জেলা কমিটির ডাকে বৃহস্পতিবারের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক অতনু চক্রবর্তী, চন্দ্রাস্মিতা চৌধুরী, নীলাশিস বসু, অমলেন্দু চৌধুরী প্রমুখ। কিছু সময় পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন লিবারেশন নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement