এনআরসি ঠেকাতে যাত্রার ডাক

এনআরসি বিরোধী আন্দোলনের সূত্রে জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)-এরও বিরোধিতা করছে যুক্ত মঞ্চ। তাদের বক্তব্য, এনপিআর এনআরসি-রই প্রস্তুতি পর্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০৩:৪৯
Share:

৯ ডিসেম্বর ধর্মতলায় হবে এনআরসি বিরোধী সমাবেশ। —নিজস্ব চিত্র।

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র মোকাবিলায় পাহাড় থেকে সাগর যাত্রার ডাক দিল নাগরিক পঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ। আগামী ১৫ নভেম্বর দার্জিলিং থেকে শুরু হয়ে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ঘুরে ওই যাত্রা কলকাতায় পৌঁছবে ৮ ডিসেম্বর। ৯ ডিসেম্বর ধর্মতলায় হবে এনআরসি বিরোধী সমাবেশ।

Advertisement

এনআরসি বিরোধী আন্দোলনের সূত্রে জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)-এরও বিরোধিতা করছে যুক্ত মঞ্চ। তাদের বক্তব্য, এনপিআর এনআরসি-রই প্রস্তুতি পর্ব। গত ৩১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনপিআর সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা আছে, অসম বাদ দিয়ে দেশের বাকি অংশে এনপিআর প্রযোজ্য হবে। আর ২০২১-এ যে জনগণনা হবে, তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে গত ২৬ মার্চ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনপিআর সংক্রান্ত ব্যবহারবিধিতেও বলেছে, ‘‘এটি জাতীয় নাগরিক পঞ্জি তৈরির প্রথম ধাপ।’’ এই প্রেক্ষিতেই যুক্ত মঞ্চের তরফে প্রসেনজিৎ বসু সোমবার প্রশ্ন তোলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের এই সব নথি প্রমাণ হিসাবে থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন বিজ্ঞাপন দিচ্ছে যে, এনপিআরের সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই?’’

পাশাপাশি, এ দিনই মৌলালি যুব কেন্দ্রে নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি তৈরি হয়। কনভেনশনে এনআরসি-র বিরুদ্ধে সরব হন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়, মানবাধিকার কর্মী সুজাত ভদ্র প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement