জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) প্রতিবাদ। যাদবপুরে। নিজস্ব চিত্র।
জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং 'মিথ্যা' মামলায় আটক সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিতে মঙ্গলবার পথে নামল এসইউসি এবং তাদের শাখা সংগঠন সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংস্থা (এআইএমএসএস)। পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম যে ভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, তার বিরুদ্ধে এ দিন কলকাতা-সহ বিভিন্ন জেলা সদরে বিক্ষোভ-সভা করে এসইউসি। কলেজ স্ট্রিটের সভায় ছিলেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব। অন্য দিকে, মহিলা সংগঠনের তরফে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সভায় এ দিনই স্ট্যান স্বামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করা হয়েছে।