Protest

যৌথ মঞ্চের আর্জি

ধর্না-মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে একটি যৌথ মঞ্চে শামিল হওয়ার আবেদন জানালেন কংগ্রেসের তরফে আইনজীবী-নেতা কৌস্তুভ বাগচী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৬:১৫
Share:

মাতঙ্গিনী মূর্তির নীচে অবস্থানরতদের মঞ্চে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। নিজস্ব চিত্র।

ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে আলাদা করে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির পদ, ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থী-সহ তিন ধরনের চাকরি-প্রার্থীরা। তাঁদের সকলেরই দাবি দ্রুত ও স্বচ্ছ নিয়োগের। ধর্না-মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে একটি যৌথ মঞ্চে শামিল হওয়ার আবেদন জানালেন কংগ্রেসের তরফে আইনজীবী-নেতা কৌস্তুভ বাগচী। শহর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং অবস্থানরত সব স্তরের চাকরি-প্রার্থীদেরও যৌথ মঞ্চে এসে লড়াই চালানোর আর্জি জানিয়েছেন তিনি। তাঁদের মতে, যৌথ মঞ্চ করতে পারলে আন্দোলন এবং দাবি আদায়ে সুবিধা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement