LPG cylinder

LPG Price Hike: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের! সিলিন্ডার প্রতি দাম হল...

রান্নার গ্যাসের সিলিন্ডারের। আরও অন্তত ২৫ টাকা দাম বেড়েছে। যার ফলে মঙ্গলবার থেকেই গ্রাহকদের ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে হবে ৮৮৬ টাকা দিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১২:৩৬
Share:

গত ছয় মাসে যে ভাবে সিলিন্ডারের দামবৃদ্ধি হয়েছে তা প্রায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে।

ফের দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের। আরও অন্তত ২৫ টাকা দাম বেড়েছে। যার ফলে মঙ্গলবার থেকেই গ্রাহকদের ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে হবে ৮৮৬ টাকা দিয়ে।

Advertisement

গত ছয় মাসে যে ভাবে সিলিন্ডারের দামবৃদ্ধি হয়েছে তা প্রায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। গত জুলাইয়েই ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা ৫০ পয়সা। এই বৃদ্ধির জেরে জুলাই মাসে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মুম্বই এবং দিল্লিতে হয়েছিল ৮৩৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে তা ৮৫০ টাকা ৫০ পয়সা এবং কলকাতায় ছিল ৮৬১ টাকা। ফের ২৫ টাকা দাম বাড়ায় কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে গেলে এ বার গুণতে হবে ৮৮৬ টাকা।

তবে রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সাড়ে চার টাকা কমেছে। বাণিজ্যিক সিলিন্ডারের নতুন পরিবর্তিত দাম হয়েছে ১৬৯৭ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement