মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে পারে। স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গেও আলোচনা চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।”
ছোটদের স্কুল খোলার চিন্তাভাবনা করছে সরকার। জানালেন মুখ্যমন্ত্রী।
রাজ্য জুড়ে গৃহপাট্টা, নিজভূমি নিজ প্রকল্প পাট্টা, কৃষি পাট্টা, বনজ পাট্টা দেওয়া হয়েছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার পরিবারকে।
মেদিনীপুর এলাকায় খাসমহলে পাঁচটি মৌজায় জমির সেটেলমেন্ট করা হয়েছে। ফলে জমির অধিকার দেওয়া হয়েছে আরও ১২ হাজার পরিবারকে: মমতা
কোনও উদ্ধাস্তু নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। এর মধ্যে মতুয়ারাও থাকবেন। তাঁরাও বাদ যাবেন না: মমতা
৫২ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। গত তিন বছরে ২৭ হাজারের বেশি পাট্টা বিলি করেছি : মমতা
আমি নিজে উদ্বাস্তু নিয়ে অনেক আন্দোলন করেছি: মমতা