মাত্র দু’দিন আগেই মালদহ জেলা পরিষদের দখল নিয়েছে তৃণমূল। আর দখল নিয়েই খোদ জেলা পরিষদের সভাধিপতির দফতরে সাংবাদিক বৈঠক করে বিতর্কে তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। বুধবার বিকেলে সভাধিপতি সরলা মুর্মূর পাশে বসে জেলা পরিষদের বাকি বিরোধী সদস্যদের ভাঙানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘... এখন আমাদের মোট ২১ জন সদস্য রয়েছে। খুব শীঘ্রই বাম-কংগ্রেস থেকে আরও কয়েকজন সদস্য আমাদের দলে যোগ দেবেন।’’ জেলা কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ মৌসম নূর বলেন, ‘‘সরকারি দফতরকে কার্যত দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে তৃণমূল।’’ মোয়াজ্জেম বলেন, ‘‘এখানে আমি আলোচনার জন্য এসেছিলাম। অন্য কোনও বিষয় নেই।’’