Pravrajika Premaprana

নতুন অধ্যক্ষ প্রব্রাজিকা প্রেমপ্রাণা

প্রব্রাজিকা প্রেমপ্রাণার জন্ম ১৯৪০ সালে। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল রূপালী। প্রব্রাজিকা ভারতীপ্রাণার হাত ধরে তিনি ১৯৬৪ সালে রামকৃষ্ণ সারদা মিশনের মাতৃভবনে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ০৭:৩৮
Share:

প্রব্রাজিকা প্রেমপ্রাণা।

শ্রীসারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের নতুন অধ্যক্ষ হলেন প্রব্রাজিকা প্রেমপ্রাণা। সারদা মঠ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার উল্টোরথের দিন থেকে তিনি সঙ্ঘের ষষ্ঠ অধ্যক্ষ পদের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রব্রাজিকা প্রেমপ্রাণার জন্ম ১৯৪০ সালে। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল রূপালী। প্রব্রাজিকা ভারতীপ্রাণার হাত ধরে তিনি ১৯৬৪ সালে রামকৃষ্ণ সারদা মিশনের মাতৃভবনে যোগ দেন। ১৯৬৮ সালে প্রব্রাজিকা ভারতীপ্রাণার কাছে ব্রহ্মচর্য এবং ১৯৭৩ সালে প্রব্রাজিকা মোক্ষ্মপ্রাণার কাছে সন্ন্যাস দীক্ষা লাভ করেন।

Advertisement

এর পর বেশ কয়েক বছর সঙ্ঘের প্রধান কার্যালয়ের কাজে নিযুক্ত থাকার পরে ১৯৯০ সালে তাঁকে গঙ্গারামপুরে নতুন তৈরি কেন্দ্রে পাঠানো হয়। ১৯৯৩-তে তিনি সেখানকার সম্পাদক নিযুক্ত হন। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের পড়াশোনা, মহিলাদের স্বনির্ভর করে তোলা, দাতব্য চিকিৎসালয়-সহ বিভিন্ন কাজে পদক্ষেপ করেন। ২০১৭-তে প্রব্রাজিকা প্রেমপ্রাণা শ্রীসারদা মঠের অছি এবং রামকৃষ্ণ সারদা মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন। ২০২৪-র এপ্রিলে তিনি সঙ্ঘের সহ-অধ্যক্ষ পদে নির্বাচিত হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement