—ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী উপদেষ্টা প্রশান্ত কিশোর দেখা করলেন। বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ প্রশান্তকে নবান্নে নিয়ে আসেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁরা পাঁচটা নাগাদ নবান্ন ছাড়েন। প্রশান্তকে অভিষেকের গাড়িতে উঠেই যেতে দেখা যায়।
৬ জুন প্রশান্ত নবান্নে এসে প্রথম বৈঠকটি করেছিলেন। পরে মুখ্যমন্ত্রী জানান প্রশান্তের সংস্থা নাকি সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে (সিএরআর) তৃণমূলকে সাহায্য করতে আসছে। এর আগে প্রশান্ত যে দলকেই পরামর্শ দিয়েছেন, পেশাদার হিসাবে ফি-ও নিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সিএসআর প্রকল্পের কথা উল্লেখ করায় ধন্দ তৈরি হয়েছে, তা হলে কি প্রশান্ত নিজের খরচে তৃণমূলকে পরামর্শ দিচ্ছেন। যদিও দলের একাংশের বক্তব্য, মোটা দক্ষিণাতেই এই কাজ করতে প্রস্তাব দিয়েছে ওই পরামর্শদাতা সংস্থা। দু’টি বৈঠকেই প্রশান্তকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন অভিষেক। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর প্রশান্তের পরামর্শ নেওয়ার পরিকল্পনাও অভিষেকের বলে দলের খবর।