TET

প্রাথমিকে নিয়োগ হবে ১৬ হাজার ৫০০ শিক্ষক, জানালেন মুখ্যমন্ত্রী মমতা

সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ছাত্রছাত্রীর ইন্টারভিউ নিয়ে শূন্যপদে নিয়োগ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৭:৫১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বুধবার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘প্রাথমিকের ১৬ হাজার ৫০০ শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে। আগামী কাল বুধবার প্রাথমিক শিক্ষা সংসদ এ বিষয়ে নিয়োগ সংক্রান্ত নোটিস জারি করবে। ওই শূন্য পদে ইন্টারভিউ হবে আগামী বছর ১০ থেকে ১৭ জানুয়ারির মধ্যে। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই দ্রুত প্যানেল তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’’

Advertisement

সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ছাত্রছাত্রীর ইন্টারভিউ নিয়ে শূন্যপদে নিয়োগ করা হবে। সেই মতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে বলেই মঙ্গলবার জানান তিনি। একই সঙ্গে মঙ্গলবার মমতা ঘোষণা করেন, ‘‘তৃতীয় টেট পরীক্ষা ৩১ জানুয়ারি নেওয়া হবে। ওই পরীক্ষাটি হবে অফলাইনে। এতে প্রায় ২.৫ লক্ষ পরীক্ষার্থী রয়েছে।’’

উল্লেখ্য, গত ১১ নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মমতা। তখন বলেছিলেন, ‘‘২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।’’

Advertisement

আরও পড়ুন: সায়ন্তনকে দলের শো-কজ, বার্তা কি একইসঙ্গে দেওয়া দিলীপ-বাবুলকে​

আরও পড়ুন: কাল কাঁথির সভায় আমন্ত্রণ শিশিরকে, জানালেন, অসুস্থ তাই থাকছেন না​

প্রাথমিক ও উচ্চ-প্রাথমিকে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের দাবি মতো নিজের জেলায় স্থানান্তরিত করা হয়েছে বলেও মঙ্গলবার মমতা জানান। বলেন, ‘‘৭ মাস আগে ১০ হাজার ১৬৩ জন প্রাথমিক শিক্ষক নিজের জেলায় বদলি চেয়েছিলেন। তার মধ্যে ৬ হাজার ৪৬৬ জনকে বদলি করা হয়েছে। এ ছাড়া মাধ্যমিক স্তরের ৫ হাজার ৫০২ জন আবেদন করেছিলেন বদলির জন্য। তার মধ্যে ৩ হাজার ৮৫২ জনকে বদলি করা হয়েছে। মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪ হাজার ৫৯৪ জন। ৪ হাজার ৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে সরকার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement