কাটমানি নেন সাংসদ-মন্ত্রীরাও, অভিযোগ জানিয়ে পোস্টার

মঙ্গলবার সকালে যশোর রোডের ধারে কয়েকটি পাঁচিলে মধ্যমগ্রামের বিধায়ক তথা চেয়ারম্যান রথীন ঘোষের নাম করে কাটমানির পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০১:৪৪
Share:

প্রতীকী ছবি।

এত দিন স্থানীয় নেতা, কাউন্সিলরদের নামে কাটমানি নিয়ে পোস্টার পড়ছিল। টাকা ফেরতের দাবিতে বাড়ি বাড়ি হামলার অভিযোগও উঠেছিল। এ বার রাজ্যের মন্ত্রী-সাংসদ-বিধায়কদের নামে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে চাপানউতোর শুরু হল উত্তর ২৪ পরগনায়। কাটমানির পোস্টার নিয়ে তৃণমূলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠেছে। পাশাপাশি, এই প্রথম গরু পাচারে কাটমানি নেওয়ার অভিযোগেও পড়েছে পোস্টার।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে যশোর রোডের ধারে কয়েকটি পাঁচিলে মধ্যমগ্রামের বিধায়ক তথা চেয়ারম্যান রথীন ঘোষের নাম করে কাটমানির পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়। তাতে বারাসত ২ নম্বর ব্লক, শাসন, খড়িবাড়ি এলাকায় ভেড়ির টাকা নিয়ে তোলাবাজি এবং মধ্যমগ্রামে বেনামে সম্পত্তির অভিযোগও করা হয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বহু টাকা কাটমানি নিয়েছেন, এই মর্মেও পড়েছে পোস্টার। এমনকি বাংলাদেশ সীমান্তে গরু পাচারের টাকার ভাগ নেওয়ার অভিযোগ তুলেও পোস্টার পড়েছে কয়েক জন বিধায়কের নামে। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের নামেও কাটমানির অভিযোগে একাধিক পোস্টার পড়েছে।

যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই নেতা-মন্ত্রীরা। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘বিজেপির পাশাপাশি আমাদের দলের একাংশ এই ধরনের পোস্টার দিচ্ছে।’’ মন্ত্রীর বক্তব্য নস্যাৎ করে বিজেপির জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘‘যে ভাবে নির্দিষ্ট করে কাটমানির অভিযোগ উঠছে, তাতে বোঝাই যায় তৃণমূলই নিজেদের নামে পোস্টার সাঁটছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement