পরেশ পালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। — ফাইল চিত্র।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) তাঁকে যত বার ডাকবে, তত বার তিনি সাড়া দেবেন। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এমনটাই বললেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। তাঁকে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় সিবিআই তলব করেছিল।
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পরেশ। তাঁকে রাজনৈতিক ভাবে হেনস্থা করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে পরেশ বলেন, ‘‘সে আর বলতে!’’ সিবিআই তলব নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্য, ‘‘যত বার ডাকবে তত বার আসব।’’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন তাঁকে ডেকে পাঠিয়েছিল, তা নিয়ে পরেশের ব্যাখ্যা, ‘‘বেলেঘাটায় আমরাই তৃণমূলের সব কিছু। বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন সব। ওরা বিজেপি করে। ওরা তো কাউকে না কাউকে পার্টি করবেই। এটা কোনও ব্যাপার নেই।’’
বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন, ২ মে, ২০২১ মৃত্যু হয় কাঁকুড়গাছি এলাকার বিজেপিকর্মী অভিজিৎ সরকারের। এ নিয়ে খুনের অভিযোগ করা হয় অভিজিতের পরিবার এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষে। তাঁদের অভিযোগ, ২ মে অভিজিৎকে মারধর করে ফেলে রাখা হয়েছিল। তাঁর গলায় ছিল তারের ফাঁস। পরেশের বিরুদ্ধে ওই ‘হামলার নির্দেশ’ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই মঙ্গলবার পরেশকে তলব করে সিবিআই। কাঁকুরগাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিতের মৃত্যু প্রসঙ্গে পরেশের সংক্ষিপ্ত জবাব, ‘‘আমি ওখানে থাকি না।’’ মৃত্যুকালীন অবস্থায় অভিজিৎ তাঁর নাম নিয়েছিলেন, এই প্রসঙ্গে পরেশ বলেন , ‘‘সেটা জানি না।’’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন পরেশ। তাঁকে প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এর আগে গত মাসেই পরেশকে সিজিও কমপ্লেক্সে তলব করে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা।