West Bengal

Weather Update: ইডেনে ম্যাচের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা শহরে, বইবে ঝোড়ো হাওয়াও

বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার আগে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করানোর চেষ্টা হবে। রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত তার জন্য অপেক্ষাও করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১০:৪৩
Share:

কী হবে ইডেন ম্যাচের ভবিষ্যৎ? ফাইল চিত্র ।

দু’বছর পর আইপিএলের আসর বসছে ইডেনে। মঙ্গলবার প্লে-অফ। বুধবার এলিমিনেটর। কিম্তু ক্রিকেটের এই মহাভোজে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু ইডেনে। সেই সময়েই শহরে বইতে পারে ঝোড়ো হাওয়া, নামতে পারে বৃষ্টি। বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার আগে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করানোর চেষ্টা হবে। রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত তার জন্য অপেক্ষাও করা হবে। যদিও কলকাতার ক্রিকেটামোদীরা আশা করছেন, গুজরাত বনাম রাজস্থান ম্যাচ বৃষ্টিবিঘ্নিত হতে পারে। বাতিল হবে না। একান্তই বাতিল হলে ফাইনালে যাবে গুজরাত। কারণ, গ্রুপে তাদের পয়েন্টই সবচেয়ে বেশি।

Advertisement

মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বজ্রগর্ভ মেঘের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, দক্ষিণবঙ্গের বৃষ্টি হওয়া জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। ২৪ ও ২৫ মে, মঙ্গল এবং বুধবার ইডেনে আইপিএলের প্লে অফ ম্যাচ রয়েছে। ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। এর মধ্যে বৃষ্টিপাতের ফলে ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে বলে ইডেন কর্তৃপক্ষ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টিপাতের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আবহাওয়া অফিস সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement