জমির দখল নিল বন্দর

বন্দর সূত্রের খবর, এর আগে বার দুয়েক জায়গার দখল নিতে গিয়েছিল বন্দর। কিন্তু দখলদারদের মারমুখী মেজাজ দেখে সেই কাজ তারা করতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৯ ০৩:১৩
Share:

ছবি সংগৃহীত।

বন্দরের জায়গা দখল করে কন্টেনার রাখার ব্যবসা ফেঁদে বসেছিল এক সংস্থা। ২০১৪ সাল থেকে সেই জায়গা নিজেদের দখলে নিতে পারেননি বন্দর কর্তৃপক্ষ। অবশেষে কলকাতা পুলিশের সাহায্যে গত ২৩ অগস্ট বন্দর এলাকার ২১ হাজার ৫৭০ বর্গমিটার ওই ‌এলাকা নিজেদের দখলে নিল বন্দর। বন্দরের জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘‘বেআইনি দখলদারের কাছ থেকে ওই জায়গার ভাড়া বাবদ ১৭ কোটি টাকা প্রাপ্য ছিল। তারা সে সব মেটায়নি। উল্টে বন্দরের জায়গা দখল করে রেখে ব্যবসা চালাচ্ছিল। তাতে দু’দিক দিয়েই বন্দরের রাজস্ব ক্ষতি হচ্ছিল।’’

Advertisement

বন্দর সূত্রের খবর, এর আগে বার দুয়েক জায়গার দখল নিতে গিয়েছিল বন্দর। কিন্তু দখলদারদের মারমুখী মেজাজ দেখে সেই কাজ তারা করতে পারেনি। কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে গিয়েও সেই জায়গার দখল পায়নি বন্দর। এ বার কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল বন্দর। এ বারও বাধা দেওয়ার চেষ্টা হলে পুলিশ দখলদারদের গ্রেফতার করে বলে জানিয়েছেন বন্দর কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement