জাভড়েকরের আহ্বানে সাড়া নেই এবিভিপি-র

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে আহ্বান জানিয়েছিলেন, গুরুপূর্ণিমার দিন কলেজ পড়ুয়ারা যেন তাঁদের ‘গুরুজন’দের শ্রদ্ধা জানান এবং তার ছবি ফেসবুকে শেয়ার করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৪:৩২
Share:

প্রকাশ জাভড়েকর। ছবি: পিটিআই।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে আহ্বান জানিয়েছিলেন, গুরুপূর্ণিমার দিন কলেজ পড়ুয়ারা যেন তাঁদের ‘গুরুজন’দের শ্রদ্ধা জানান এবং তার ছবি ফেসবুকে শেয়ার করেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই আহ্বানে সাড়া দিল না তাঁর শিবিরেরই পড়ুয়া সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। অন্তত এ রাজ্যে। গুরুপূর্ণিমা ছিল শুক্রবার। কিন্তু সে দিন এ রাজ্যে এবিভিপি-র তরফে গুরুজনদের শ্রদ্ধা জানানোর কোনও অনুষ্ঠান ছিল না। সংগঠনের মুখপাত্র অরবিন্দ দত্ত বলেন, ‘‘শনিবার আমরা কৃতী বিদ্যার্থীদের সংবর্ধনা দিয়েছি। কিন্তু গুরুপূর্ণিমায় বিশেষ কোনও অনুষ্ঠান হয়নি।’’ বিজেপি-র বিভিন্ন নেতা-নেত্রী অবশ্য গুরুর প্রতি সম্মানসূচক নানা তত্ত্বকথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

জাভড়েকর ওই আহ্বানের নীচে নিজের দু’টি ছবি পোস্ট করেছিলেন। যার একটিতে তাঁকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সামনে হাতজোড় করে নত ভঙ্গিতে দেখা যাচ্ছে। ছবির মর্মার্থ— প্রণববাবুকে ‘গুরু’ হিসাবে সম্মান করেন কেন্দ্রীয় মন্ত্রী। ওই ছবি নতুন একটি প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক শিবিরে। সম্প্রতি নাগপুরে আরএসএসের সদর দফতরের অনুষ্ঠানে যোগ দিয়ে বহু বিতর্ক উস্কে দিয়েছিলেন প্রণববাবু। এখন জাভড়েকরের ওই ছবি থেকে প্রশ্ন উঠছে, তা হলে কি লোকসভা নির্বাচনের আগে বৃহত্তর কোনও রাজনীতির অঙ্ক কষে প্রণববাবুকে ‘গুরু’ হিসাবে প্রচার করছে গেরুয়া শিবির? আরএসএস-এর মুখপাত্র বিপ্লব রায় অবশ্য বলেন, ‘‘এমন কোনও ছবি যদি প্রকাশ জাভড়েকর দিয়েও থাকেন, তা হলেও তার সঙ্গে রাজনীতি বা ভোটের কোনও সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement