ফাইল চিত্র।
সিআইডি বা পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তাঁদের মাথা নিচু করা যাবে না বলে ফের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রাক্তন দেহরক্ষীর রহস্য-মৃত্যুর মামলায় শুভেন্দুকে আজ, সোমবার ভবানী ভবনে হাজিরা দিতে বলেছে সিআইডি। তলব করা হয়েছে তাঁর গাড়ির চালক ও ব্যক্তিগত এক সহকারীকে। এই প্রেক্ষিতেই শুভেন্দুর বক্তব্য, ‘‘ভয় পাওয়ার লোক আমি নই!’’ তৃণমূল অবশ্য পাল্টা প্রশ্ন তুলেছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বা ইডি কেন সারদা, নারদ-কাণ্ডে শুভেন্দুদের ধরছে না? বিজেপিতে গিয়েছেন বলেই ছাড় দেওয়া হচ্ছে?
তমলুকে ররিবার বিজেপির শিক্ষক সেলের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মেদিনীপুরের কৃতী বিজ্ঞানী মণিলাল ভৌমিক, পরেশ মাইতি ও বিমানবিহারী দাস, বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম নিয়ে শুভেন্দু বলেন, ‘‘এই জেলা রত্নগর্ভার জেলা। আপনারা ভয় পাবেন না। মাথা নিচু করবেন না। ওরা আমাকে প্রতিদিন ভয় দেখায়। কিন্তু কিছু করতে পারবে না!’’ সিআইডি-র ডাকে তিনি হাজিরা দেবেন কি না, তার সরাসরি জবাব অবশ্য এড়িয়ে গিয়েছেন শুভেন্দু। তাঁর মন্তব্য, ‘‘ওই অভিযোগটার স্থপতির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে যত প্রশ্ন করার ওঁকে করবেন! উত্তর ওঁকেই দিতে হবে।’’ তবে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, শুভেন্দুর আজ বাঁকুড়া এবং বিষ্ণুপুরে দলের বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক আছে। দল তাঁকে সেই কর্মসূচিতে থাকতে বলেছে।
তমলুকের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র পাল্টা বলেছেন, ‘‘সবাইকে আইনি ব্যবস্থার মধ্যে থাকতে হয়। তা নিয়ে কেউ যদি বিদ্রূপ করেন, তা কাঙ্ক্ষিত নয়। বিভিন্ন সময়ে আইনের প্রয়োজনে কেউ যদি কাউকে ডেকে পাঠায়, সেটা আইনের বিষয়। আমি নিজে যদি পরিষ্কার থাকি, ভয় পাওয়ার কারণ নেই!’’
বিরোধী দলনেতা শুভেন্দুকে সিআইডি-র তলব নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তাঁর বক্তব্য, ‘‘আমাদের দলে এলেই মামলা হবে, সিআইডি ডাকবে। অকারণে এফআইআর হবে। যত দিন মুকুলবাবু (রায়) আমাদের দলে ছিলেন, খুব মামলা হয়েছিল। যে দিন হাত মিলিয়ে নিলেন, তার পরে আর হয়নি!’’ ময়ূরেশ্বরে এ দিন দিলীপবাবুর অভিযোগ, ‘‘তৃণমূল নেতারা বিভিন্ন দুর্নীতিতে সিবিআইয়ের জালে জড়িয়ে যাচ্ছেন। সেই রাগে সিআইডি দিয়ে আমাদের দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে! তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর নামে কোনও মামলা ছিল না। আমাদের দলে যোগ দেওয়ার পরে তার নামে মিথ্যা মামলা করা হয়েছে।’’
দিলীপবাবুকে বিঁধে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, ‘‘তাঁদের অভিযোগ যদি সত্যি হয়, তার মানে শুভেন্দু বিজেপিতে গিয়েছেন বলেই সিবিআই, ইডি নারদ এবং সারদা-কাণ্ডে তাঁকে ধরছে না? দিলীপদা বলুন, ‘ভাগ মুকুল ভাগ’ কোন প্যাকেজে দলের সর্বভারতীয় সহ-সভাপতি হয়ে গিয়েছিল?’’ যে মামলায় শুভেন্দুকে ডেকে পাঠিয়েছে সিআইডি, সেই প্রসঙ্গে কুণালের ব্যাখ্যা, ‘‘এক জন লোক মারা গিয়েছেন। তাঁর স্ত্রী অভিযোগ করেছেন। তার তদন্ত হবে।’’