নোবেলজয়ীকে অভিনন্দন সব দলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার টুইট করেছেন, ‘‘অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। আর এক জন বাঙালি জাতিকে গর্বিত করলেন। আমরা আনন্দে আপ্লুত।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০৩:২৭
Share:

অভিজিত্ বন্দ্যোপাধ্যায়।

অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায় দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ করে অর্থনীতিতে নোবেল জয় করায় তাঁকে অভিনন্দন জানাল সব রাজনৈতিক দলই।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার টুইট করেছেন, ‘‘অর্থনীতিতে নোবেল পাওয়ার জন্য কলকাতার সাউথ পয়েন্ট স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। আর এক জন বাঙালি জাতিকে গর্বিত করলেন। আমরা আনন্দে আপ্লুত।’’ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেন, ‘‘অভিজিৎ আয়ের বৈষম্য এবং দারিদ্র্য দূরীকরণের উপর কাজ করেছেন। তিনি নোবেল পাওয়ায় আমরা গর্বিত।’’ অসীমবাবুও এমআইটি’তে অর্থনীতির ছাত্র এবং শিক্ষক ছিলেন। একই সুরে অভিজিৎবাবুকে অভিনন্দন জানিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের নোট বাতিল কর্মসূচি ফলপ্রসূ হবে কি না, সেই প্রশ্ন তুলেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি মার্কিন নাগরিক। না হলে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে কী করত, কে জানে!’’ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং দলীয় সাংসদ প্রদীপ ভট্টাচার্য অভিজিৎবাবুকে অভিনন্দন জানানোর পাশাপাশিই জানান, লোকসভা ভোটের ময়দানে রাহুল গাঁধীর প্রস্তাবিত ‘ন্যায়’-এর প্রকল্প ছিল এই অর্থনীতিবিদেরই মস্তিষ্কপ্রসূত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অভিজিৎবাবু নোবেল পাওয়ায় কলকাতার মুকুটে আবার নতুন পালক যোগ হল। তাঁর স্ত্রীও নোবেল পাচ্ছেন। তাঁরা দু’জনেই কলকাতাকে গৌরবান্বিত করলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement