যুব কংগ্রেসের বিধানসভা অভিযান। —নিজস্ব চিত্র।
যুব কংগ্রেসের বিধানসভা অভিযান আটকে গেল পুলিশের বাধায়। আর জি কর-কাণ্ডে সব অপরাধীর শাস্তি, রাজ্যে কর্মসংস্থানের দাবি এবং সেই সঙ্গে আবাস যোজনায় দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ‘বিধানসভা চলো’র ডাক দিয়েছিল যুব কংগ্রেস। রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে ‘নেশা নয়, চাকরি চাই’ স্লোগান দিয়ে বিধানসভার দিকে এগোতে গেলে রেড রোডের মুখেই মিছিল আটকে দেয় পুলিশ।
রেড রোডের মুখেই মিছিল আটকে দেয় পুলিশ। —নিজস্ব চিত্র।
যুব কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি বাধে। পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। গ্রেফতার করা হয় ৫০ জনের বেশি বিক্ষোভকারীকে। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজ়হার মল্লিকের সঙ্গে সুমন রায়চৌধুরী, তপন আগরওয়াল, সৌরভ প্রসাদেরাও বিক্ষোভে শামিল হয়েছিলেন।