প্যালেস্টাইনের উপরে হামলার প্রতিবাদে কলকাতায় বামেদের বিক্ষোভ মিছিল। —নিজস্ব চিত্র।
প্যালেস্টাইনের উপরে ইজ়রায়েলের আগ্রাসনের প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল রাস্তায় আটকে দিল পুলিশ। ধর্মতলায় লেনিন মূর্তির সামনে জমায়েত করে মার্কিন তথ্যকেন্দ্রের সামনে গিয়ে বুধবার বিক্ষোভের ডাক দিয়েছিল বামপন্থী দলগুলি। কিন্তু ধর্মতলার মোড় পেরিয়ে একটু এগোনোর পরেই মিছিলে বাধা দেয় পুলিশ। বামফ্রন্টের শরিক দলগুলি ছাড়াও সিপিআই (এম-এল) লিবারেশন, এসইউসির মতো বামপন্থী গল এ দিনের কর্মসূচিতে শামিল হয়েছিল। ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায়, আরএসপি-র মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, লিবারেশনের বাসুদেব বসু, এসইউসি-র তরুণ নস্কর প্রমুখ। গ্র্যান্ড হোটেলের কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেওয়ার পরে সেখানেই গাজ়ায় টানা হামলার প্রতিবাদে বিক্ষোভ-সভা করেছেন তাঁরা। বিমানবাবুর বক্তব্য, ‘‘পুলিশের জন্য রাস্তার মাঝে করতে হচ্ছে বিক্ষোভ কর্মসূচি! কোনও কারণ ছাড়াই আটকে দেওয়া হল মিছিল। এই কর্মসূচি আগেই ঘোষিত ছিল। আমাদের প্রতিবাদ চলবে।’’