Police

রাজ্য জুড়ে বাইক মিছিল, কলকাতা-সহ নানা জেলায় পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ

বিজেপির কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা ছড়াল রাজ্যের নানা প্রান্তে রবিবার গোটা রাজ্যে ‘বিজয় সঙ্কল্প যাত্রা’র ডাক দিয়েছিল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১৫:৫৯
Share:

গড়বেতায় পুলিশ বাধা দেয় বাইক মিছিলে। নিজস্ব চিত্র।

বিজেপির কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা ছড়াল রাজ্যের নানা প্রান্তে রবিবার গোটা রাজ্যে ‘বিজয় সঙ্কল্প যাত্রা’র ডাক দিয়েছিল বিজেপি। প্রত্যেকটি সাংগঠনিক জেলা কমিটি সেই উপলক্ষে এ দিন বাইক মিছিল করে। রাজ্য বিজেপির প্রায় সব শীর্ষনেতাই এই যাত্রায় অংশ নেন, এক এক জন এক একটি এলাকায় মিছিলে নেতৃত্ব দেন। কিন্তু কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর-সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে এই কর্মসূচিকে ঘিরে।

Advertisement

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকেই সবচেয়ে বড় গোলমালের খবর হয়েছে। সেখানে বিজেপির বাইক মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। তাতেই খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশ ব্যাপক লাঠি চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। জনা তিরিশেক কর্মী গুরুতর জখম হয়েছেন বলে বিজেপির দাবি।

ঝাড়গ্রাম জেলা বিজেপি বাইক মিছিলের আয়োজন করেছিল ঝাড়গ্রাম শহরেই। কিন্তু পাঁচমাথার মোড়ে পৌঁছতেই পুলিশ সে মিছিলও আটকে দেয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে অশান্তি ছড়ানো রুখতেই মিছিল আটকানো হচ্ছে বলে পুলিশ জানায়।

Advertisement

হাসপাতালে আহতদের চিকিত্সা চলছে।—নিজস্ব চিত্র।

আরও পড়ুন: কবে ফের যুদ্ধবিমান চালাতে পারবেন অভিনন্দন? কী বলছে নিয়ম

হুগলির চাঁপদানিতেও পুলিশি বাধা আসে বিজেপির বাইক মিছিলের সামনে। পুলিশ সূত্রের খবর, অনুমতি ছাড়াই মিছিল করার চেষ্টা হচ্ছিল। তাই মিছিল শুরু জন্য যেখানে জমায়েত শুরু করেছিল বিজেপি, সেখানেই পৌঁছয় বড়সড় পুলিশ বাহিনী। ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়। বিজেপি মিছিল শুরু করতে না পারায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ বিজেপি কর্মীদের হঠিয়ে দিলে তাঁরা নতুন করে বৈদ্যবাটির জোড়ামন্দির এলাকায় জমায়েত করেন এবং সেখান থেকে দিল্লি রোড পর্যন্ত বাইক মিছিল করেন।

আরও পড়ুন: ভারতীয় ভেবে পাকিস্তানি পাইলটকেই পিটিয়ে খুন পাক অধিকৃত কাশ্মীরে!

দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটেও পুলিশ এ দিন বিজেপির ‘বিজয় সঙ্কল্প যাত্রা’ আটকেছে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

বাইক মিছিলে বিজেপি কর্মী-সমর্থকরা। নিজস্ব চিত্র।

এ দিন কলকাতাতেও বাইক মিছিল করার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। সকাল ১০ টা নাগাদ জোড়াবাগান থানা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত করলে পুলিশ বাধা দেয়। সেখানে তিনটি বাইক আটক করে পুলিশ। বেলা ১১ টা নাগাদ বাগবাজার মায়ের ঘাটে উত্তর কলকাতার বিজেপি কর্মী সমর্থকরা জমায়েক করেন। সেখানে আগে থছেকেই মোতায়েন ছিল পুলিশ।

মায়ের ঘাট থেকে বাগবাজারমুখী সমস্ত রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। বাইক মিছিল কয়েক পা এগোতেই বাধা দেয পুলিশ। প্রায় পাঁচটি বাইক সহ ৬ জন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ। সাড়ে এগারোটা নাগাদ সংগঠনের রাজ্য দফতর থেকে একটি বাইক মিছিল রওনা দেয়। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ফিয়ার্স লেনের কাছে পৌঁছতেই সেখানে ফের বাধা দেয় পুলিশ। সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি হয় পুলিশের। পাঁচটি বাইক আটক করে পুলিশ। পুলিশের দাবি, কোনও অনুমতি ছাড়াই ওই মিছিল করার চেষ্টা করে বিজেপি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে ওই মিছিল গুলিকে বাধা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement