নীতা অম্বানী এবং ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত।
দৈনন্দিন যাপন হোক কিংবা রূপচর্চা, বিভিন্ন বিষয়ে অনেকেই তারকাদের অনুসরণ করেন। তারকারা কী পরলেন, কী খেলেন, কী মাখলেন, সব কিছুরই প্রভাব ফেলে সাধারণের জীবনে। বিশেষ করে রূপচর্চার ক্ষেত্রে অনেকেই তারকাদের রুটিন অনুসরণ করেন। আর এই অনুপ্রেরণা জোগানোর তালিকায় শুধু বলি নায়িকারাই নেই, আছেন নীতা অম্বানীও। ভারতশ্রেষ্ঠ ধনকুবেরের স্ত্রীর ফ্যাশনবোধ মুগ্ধ করে তামাম দুনিয়াকে। ৬০-এর কাছাকাছি বয়সেও নীতার চুল এবং ত্বকের জেল্লা সত্যিই বিস্মিত করে।
মুকেশ -পত্নী যে ঘরোয়া টোটকায় ত্বকের পরিচর্যা করেন, বিভিন্ন সাক্ষাৎকারে সেটা তিনি বলেছেন। সম্প্রতি কেশসজ্জা শিল্পী অমিত ঠাকুর ফাঁস করলেন নীতার কোমল, মসৃণ চুলের রহস্য। অমিত নীতার ব্যক্তিগত কেশসজ্জা শিল্পীদের একজন। শুধু নীতা নয়, অমিত ক্যাটরিনা কইফের সঙ্গেও কাজ করেন। অমিত জানিয়েছেন, নীতা এবং ক্যাটরিনা দু'জনেই চুলে ব্যবহার করেন ঘরোয়া এক শ্যাম্পু। আর চাইলে সেই শ্যাম্পু নিজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। কী ভাবে বানাবেন, কী কী উপকরণ প্রয়োজন?
উপকরণ:
অ্যারারুট
ছোট্ট স্প্রে বোতল
টি ব্যাগ
গোলাপের শুকনো পাপড়ি
কী ভাবে বানাবেন?
এই শ্যাম্পুর প্রধান উপকরণ হল অ্যারারুট। তাই সেটি প্রথমে বোতলে ভরে নিন। তার পর টি ব্যাগ আর গোলাপের পাপড়িগুলিও দিয়ে দিন। গোলাপের পাপড়ি হাতের কাছে না থাকলে ল্যাভেন্ডারও দিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিলেই তৈরি ড্রাই শ্যাম্পু।