‘সৃজন অপটিমা’
সারাদিনের দৌড়ঝাঁপ, কর্মব্যস্ততার শেষে সকলেই খোঁজে নিরিবিলি শান্তির ঠিকানা। সেই শান্তির আশ্রয়কেই সাধারণ মানুষের কাছে মনের মতো করে সাজিয়ে তুলেছে রিয়েল এস্টেট সংস্থা ‘সৃজন রিয়েলিটি প্রাইভেট লিমিটেড’। সমস্ত রকমের সুযোগ সুবিধা-সহ, চার দিক খোলা, ১৪টি রেসিডেন্সিয়াল টাওয়ার, ১৪০০-এরও বেশি অ্যাপার্টমেন্ট নিয়ে গড়ে উঠেছে ‘সৃজন অপটিমা।’
রাজারহাট চৌমাথা বাজারের ঠিক পাশে, রাজারহাট মেন রোডে নিউটাউন আকাঙ্ক্ষা মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে তৈরি হয়েছে এই স্বপ্নের বাসস্থান। হাতের নাগালে রয়েছে মেট্রো পরিষেবা এবং একাধিক শপিং মল। বাজার-হাট থেকে শুরু করে গাড়ি-ঘোড়া পেতেও খুব বেশি অসুবিধা হবে না। ২ বিএইচকে ও ৩ বিএইচকে— সব রকমের অ্যাপার্টমেন্ট মিলবে এখানে।
এ ছাড়া, প্ল্যাটিনাম রেটেড বিল্ডিংগুলিতে রয়েছে ই-ভেহিকল চার্জ দেওয়ার পয়েন্টও। এত রকম সুযোগ সুবিধার কারণে সাধারণ মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে স্বপ্নের নীড় ‘সৃজন অপটিমা’।
প্রথম পাঁচ দিনেই বিক্রি হয়েছে ২০০টিরও বেশি ইউনিট। পাশাপাশি ‘সৃজন অপটিমা’ লঞ্চের ৪৫ দিনেই অফার করা স্টকের মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ৭০ শতাংশ। ৩০০ জনেরও বেশি গ্রাহক নিজেদের শান্তির ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন এই ‘সৃজন অপটিমা’কে।
নির্মীয়মাণ এই আবাসনের ৫০০ মিটার থেকে ১১.৩ কিমির মধ্যে রয়েছে ১৫টি স্কুল। ২.৭ কিমি থেকে ১৬ কিমির মধ্যে ১১টি হাসপাতালও পেয়ে যাবেন। এ ছাড়াও আবাসনের মধ্যে প্রবীণদের জন্য রয়েছে ইনডোর গেমসের ব্যবস্থা, ইনডোর জিম, আউটডোর জিম-সহ আরও একাধিক সুযোগ-সুবিধা। এ ছাড়া শিশুদের জন্য সুইমিং পুল, যোগা এবং ধ্যানের জায়গা, কনফারেন্স রুম, জাকুজি, গ্রন্থাগার, নাচের ঘরের মতো আরও বেশ কিছু চিত্তাকর্ষক পরিকাঠামো করা হয়েছে। পাশাপাশি, অফিসযাত্রীদের জন্য সেক্টর ৫ এবং নিউটাউন এসইজেড পর্যন্ত রয়েছে শাটলের বন্দোবস্তও। তাই খুব সহজেই এই ‘সৃজন অপটিমা’ মানুষের মনের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে।
বসবাসের ঠিকানাকে পরিবেশবান্ধব করে তোলার জন্য একাধিক পদক্ষেপও করেছে ‘সৃজন’। বৃষ্টির জল সংগ্রহের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ইতিমধ্যেই গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ‘অপটিমা’। মানুষের পছন্দ, প্রয়োজনকে গুরুত্ব দেওয়াই নিজেদের মুখ্য উদ্দেশ্য করে নিয়েছে ‘সৃজন রিয়েলিটি প্রাইভেট লিমিটেড’।
বিশদে জানতে ভিজ়িট করুন: https://shorturl.at/rU0Rq
এই প্রতিবেদনটি ‘সৃজন’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।