Behala Incident

বেহালায় অটোর মধ্যে নাবালিকাকে ‘যৌন হেনস্থা’ চালকের, অভিযুক্তের ছবি আঁকিয়ে পাকড়াও করল পুলিশ

সিসি ক্যামেরার ফুটেজ দেখেও অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। শেষমেশ মৌখিক বয়ান অনুসারে অভিযুক্তের ছবি আঁকানো হয়। আর সেই ছবি নিয়ে তল্লাশি চালানোর পর সোমবার ওই অভিযুক্ত ধরা পড়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৫:১৮
Share:
এই ছবি অবলম্বন করেই তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ।

এই ছবি অবলম্বন করেই তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ। ছবি: সংগৃহীত।

বেহালায় অটোর মধ্যে নাবালিকাকে ‘যৌন নিগ্রহ’ করার অভিযোগ। অভিযোগ দায়েরের পর প্রথমে অভিযুক্তের সন্ধান পায়নি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখেও তাঁকে শনাক্ত করা যায়নি। শেষমেশ মৌখিক বয়ান অনুসারে অভিযুক্তের ছবি আঁকানো হয়। আর সেই ছবি নিয়ে তল্লাশি চালানোর পর সোমবার ওই অভিযুক্ত ধরা পড়েছেন।

Advertisement

গত মঙ্গলবার বেহালার শীলপাড়া মোড় থেকে ডায়মন্ডহারবার রোড ধরে ঠাকুরপুকুর বাজারের উদ্দেশে যাচ্ছিল অটোটি। অভিযোগ অটোয় বছর পনেরোর এক নাবালিকার যৌন নিগ্রহ করেন অভিযুক্ত অটোচালক। রাত ৮টা ৪৫ থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়েছে। নাবালিকার মা এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

বুধবার ঠাকুরপুকুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন প্রতিরোধ আইন বা পকসোয় মামলা রুজু হয়। কিন্তু ঘটনার তদন্তে নেমে অসুবিধার মুখে পড়েন তদন্তকারীরা। কারণ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা যাচ্ছিল না। শেষমেশ বিবরণ শুনে অভিযুক্তের ছবি আঁকানো হয়। তার পরেই পুলিশি তল্লাশিতে ধরা পড়েন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement