সলমনের সঙ্গে জুড়ল কোন দুই নায়িকার নাম? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে সলমন খানের। অভিনয়ের পাশাপাশি বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি, ব্যক্তিগত জীবনের জন্য। কিন্তু কোথাও থিতু হননি সলমন। বর্তমানে তিনি নাকি গায়িকা ইয়ুলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু এর মধ্যেই নিজের সঙ্গে জুড়ে নিলেন জাহ্নবী কপূর এবং অনন্যা পাণ্ডের নাম। হঠাৎ কী হল ভাইজানের?
‘সিকন্দর’ ছবিতে জুটি বেঁধেছেন সলমন এবং রশ্মিকা। দু’জনের বয়সের ব্যবধান ৩১ বছর। নিন্দকদের দাবি, ‘‘হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বেঁধে মোটেই ঠিক করেননি সলমন।’’ এই বিতর্কে সলমন সপাটে উত্তর দিয়েছেন, “নায়িকার কোনও সমস্যা নেই। নায়িকার বাবার কোনও সমস্যা নেই। তা হলে আপনাদের সমস্যাটা কোথায়?”
বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক হবে বলেই অনন্যা ও জাহ্নবীর সঙ্গে জুটি বাঁধতে পারেন না বলে জানিয়েছেন সলমন। সে জন্য বেশ আক্ষেপও হয় বলি তারকার! সলমনের কথায়, “আমি যদি অনন্যা বা জাহ্নবীর সঙ্গে কাজ করতে চাই, বয়সের ব্যবধানের জন্য লোকজন আমাকে ছেড়ে কথা বলবে না। বিষয়টা খুবই কঠিন হয়ে উঠেছে।”
অনন্যা ও জাহ্নবীর মতো অভিনেত্রীদের সঙ্গে তিনি জুটি বাঁধলে, লাভ তাঁদেরই, এমন মনে করেন সলমন। তিনি বলেছেন, “ওরা (জাহ্নবী ও অনন্যা) একটা ভাল সুযোগ পাবে, এই ভেবেই আমি ওদের সঙ্গে কাজ করতে চাই। ভবিষ্যতেও তাই ওদের সঙ্গে কাজ চালিয়ে যাব।”
এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানান সলমন। এই প্রজন্মের একাধিক অভিনেতাকে নিয়ে একটি কাজ করার কথা ভেবেছিলেন তিনি। এক পরিচালকের সঙ্গে কথাও এগিয়েছিলেন। কিন্তু এই প্রজন্মের অভিনেতাদের অনেকেই পরস্পরের সঙ্গে কথা বলতে চান না। তাই সলমন বলেছেন, “অভিনেতারা খুবই নিরাপত্তাহীনতায় ভোগেন। আমরা কিন্তু একসঙ্গে কাজ করতে যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করতাম। ভাবতাম, আমাদের সকলের অনুরাগীরা একটা ছবি দেখবেন। ছবিটা সফল হবে। একসঙ্গে ১০০-২০০ দিন কাজ করেছি আমরা। তার পরে বন্ধু হয়ে গিয়েছি।” কিন্তু এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে সেই বোঝাপড়া নেই বলে মনে করেন ভাইজান।