(বাঁ দিক থেকে) একনাথ শিন্দে, দেবেন্দ্র ফডণবীস এবং কুণাল কামরা। —ফাইল চিত্র
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে বিপাকে কৌতুকশিল্পী কুণাল কামরা। এ বার এই বিতর্কে মুখ খুলে কুণালকে ক্ষমা চাইতে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। তাঁর কথায়, “এর মধ্যে কোনও হাস্যরস নেই। কিন্তু নেতাদের অপমান করা সহ্য করা হবে না। আইনি পদক্ষেপ করা হবে।”
‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন কুণাল। শিন্দের অবস্থান বদল নিয়েও কটাক্ষ করেন। কুণালেরই পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জনপ্রিয় হিন্দি গানের নকল করে শিন্দের অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করছেন তিনি। এক জায়গায় শিন্দেকে ‘গদ্দার’ বলেও উল্লেখ করা হয়। যদিও সেখানে কোথাও কুণালকে শিন্দের নাম করতে শোনা যায়নি (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
কুণালের কৌতুক অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরব হয় শিন্দের দল শিবসেনা। মুম্বইয়ের খার এলাকার যে হোটেলে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে ঢুকে ভাঙচুর চালান শিবসেনার কর্মী-সমর্থকেরা। এমনকি হোটেলের ভিতরে থাকা স্টুডিয়োটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই কুণাল, শিবসেনা (ইউবিটি) দলের প্রধান উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এই বিতর্কে কুণালের সমালোচনা করেছেন মহারাষ্ট্রের অপর উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারও। ফডণবীসের সুরেই তিনি বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নন।” ফডণবীস অবশ্য এখানেই থামেননি। কুণালের বিদ্রুপ প্রসঙ্গে বলেছেন, “কে গদ্দার আর কে নয় ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে মানুষ তা দেখিয়ে দিয়েছে। কুণাল কামরা যেন এটা ভুলে না যান।” এই মন্তব্য করে মহারাষ্ট্রের শাসকজোট ‘মহাজুটি’র ব্যাপক সাফল্যের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন তিনি।
শিবসেনা নেতারা আরও আক্রমণাত্মক ভঙ্গিতে কুণালের সমালোচনা করেন। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সোমবার সকাল ১১টায় মারধর করার হুমকি দিয়েছিলেন। শিবসেনার সাংসদ নরেশ মাসকে হুমকির সুরে জানান, কুণাল যাতে দেশের কোথাও স্বাধীন ভাবে যাতায়াত করতে না পারেন, তা সুনিশ্চিত করবেন তাঁরা। শিবসৈনিকেরা বলছেন, “খেলা এখনও শেষ হয়নি।” তবে এই ‘খেলা’য় বিরোধী জোট ‘মহাবিকাশ অঘাড়ী’কে পাশে পেয়েছেন কুণাল।
শিন্দের নেতৃত্বাধীন শিবসেনার নেতা-কর্মীদের আচরণের নিন্দা করেছে বিরোধী কংগ্রেস, উদ্ধবসেনা। কুণালের পাশে দাঁড়িয়েছেন আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউতেরা। আর যাঁকে ঘিরে এত বিতর্ক আর হইচই, সেই কুণাল হাতে সংবিধান ধরে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘সামনে এগোনোর একমাত্র পথ’।