West Bengal Lockdown

১২টার পরও দোকান খুলে লকডাউন বিধি লঙ্ঘন, দোকানদারকে গ্রেফতার করল পুলিশ

সরকারি বিধি অনুযায়ী, সকাল ৭টা থেকে দশটা পর্যন্তই দোকান-বাজার খুলে রাখা যাবে। ওই নিয়ম মানেননি দোকানদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৭:৫৭
Share:

নিজস্ব চিত্র

দুপুর ১২টার পরও খোলা দোকান। লকডাউন বিধি এলাকায় মানা হচ্ছে কি না, তা দেখতে টহল দিতে বেরিয়ে ওই দোকানদারকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

চুঁচুড়া বারোদুয়ারির ঘটনা। সরকারি বিধি অনুযায়ী, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্তই দোকান-বাজার খুলে রাখা যাবে। ওই নিয়ম মানেননি দোকানদার। কয়েক দিন আগেই বাজার ঘুরে মাইকে প্রচার করে মানুষকে সচেতন করেন চুঁচুড়ার বিধায়ক। পুলিশও গাড়ি নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। ১০টার পর দোকান খোলা দেখলেই চলছে ধরপাকড়। সেই সময়ে দেখা যায়, ১২টা বেজে গেলেও একটি মুদিখানা দোকান খোলা। পুলিশকে দেখেই দোকান বন্ধ করার চেষ্টা করেছিলেন দোকানদার। তবে লাভ হয়নি। দোকানের শাটার খুলে দোকানদার অমিত আগরওয়ালকে তুলে নিয়ে যায় পুলিশ।

শনিবার ব্যান্ডেলের টায়ার বাগানের একটি সেলুন খোলা ছিল। চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী নিজে টহল দিতে বেড়িয়ে তা দেখতে পান। একজনের চুল অর্ধেক কাটা হয়েছিল, সেই অবস্থায় তাঁকে বের করে সেলুন বন্ধ করে দেয় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement