ধৃত জওয়ানের পরিচয়পত্র। —নিজস্ব চিত্র।
চোরাই ল্যাপটপ পাচারের ঘটনায় নাম জড়াল এক বিএসএফ জওয়ানের। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলা পুলিশের অভিযানে প্রচুর চোরাই ল্যাপটপ, কম্পিউটারের সরঞ্জাম এবং মোবাইল উদ্ধার হয়। গ্রেফতার করা হয় পাঁচ জনকে। ওই পাঁচ জনের মধ্যে এক বিএসএফ জওয়ান এবং তাঁর স্ত্রী-ও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই জওয়ানের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে তাদের বিশেষ দল দক্ষিণ ২৪ পরগনায় একটি টাটা সুমো গাড়ি আটক করে। চালক-সহ চার জন ছিল গাড়িতে। তাদের জিজ্ঞাসাবাদ করে বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। অভিযুক্তদের কাছ থেকে ২৭টি ল্যাপটপ, বেশ কয়েকটি কম্পিউটার এবং মোবাইল উদ্ধার হয়। সেগুলি পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি। এই ঘটনায় বিএসএফ কনস্টেবল দীপঙ্কর হাজরা এবং তাঁর স্ত্রী রাখি মণ্ডলকে গ্রেফতার করা হয়। ওই জওয়ানের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। ধৃতদের মধ্যে রয়েছে বহরমপুরেরই বাসিন্দা মহম্মদ ওয়াসিম শেখ ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা সলমন শেখ এবং সানোয়ার বৈদ্য।
পুলিশ জানিয়েছে, ওই গাড়ি থেকে পাওয়া গিয়েছিল ১১টি ল্যাপটপ এবং ৫টি কম্পিউটার। ধৃত বিএসএফ জওয়ান এবং চালক-সহ আরও তিন জন ছিল গাড়িতে। তাদের জেরা করে ওই জওয়ানের স্ত্রী রাখি মণ্ডলকে গ্রেফতার করা হয়। রাখিকে জেরা করে উদ্ধার হয় বাকি ল্যাপটপ।
আরও পড়ুন: বৈশাখীকে সঙ্গে নিয়ে সিবিআই দফতরে শোভন, সারদা-কাণ্ডে প্রভাবশালী যোগ নিয়ে জেরা
আরও পড়ুন: গেরুয়া শিবির ক্ষমতায় ফিরলেও মহারাষ্ট্রে কমছে আসন, হরিয়ানায় জোর টক্কর কংগ্রেসের